YouTube Marketing For Beginners

আপনি ইউটিউব মার্কেটিং করতে চাচ্ছেন তাহলে নতুন হিসেবে আপনাকে কিছু কৌশল ফলো করতে হবে নিচে তা দেয়া হলো;

১. কীওয়ার্ড নিধারণ করতে হবে।

২. নিস অনুযায়ী কনটেন্ট রেডি করা।

৩. টাইটেল ক্লিক করার মতন দেয়া।

৪. ট্যাগ ঠিক মতন দেয়া।

৫. কীওয়ার্ড এর সাথে টিকা ব্যবহার করা।

৬. অবশ্যই সোশ্যাল শেয়ার করা।

৭. থাম্বনেইল কনটেন্ট অনুযায়ী ব্যবহার করা।

৮. ভিডিও ডেসক্রিপশন ৩০০+ ওয়ার্ড দেয়া।

৯. ভিডিও এম্বেড করা।

উপরের কৌশল অনুসরণ করলে আপনি অবশ্যই  ইউটিউব এ সফল হবেন।

ইউটিউব মার্কেটিং শুরু করতে চাচ্ছেন? এই ভিডিওটা দেখতে পারেন। কিছুটা আইডিয়া পাবেন। যারা অনেকদিন ধরেই কাজ করছেন, মোটামোটি এডভান্সড; তারা এড়িয়ে যেতে পারেন। 🙂

ভালো লাগলে শেয়ার করুন। 🙂

8 thoughts on “YouTube Marketing For Beginners”

  1. ভাল হইছে কিন্ত মানিটাইরেজেশন সমন্ধে যদি বলতেন আর একটু ভাল হইতো।

  2. আবারও ধন্যবাদ, খুবই উপকারি আরও একটি টিউটোরিয়ালের জন্য । আমি আপনার সব গুলো টিউটোরিয়াল দেখার চেষ্টা করি সবসময় ।

Comments are closed.

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap