SSL হচ্ছে সিকিউরিটি সকেট লেয়ার যার মাধমে আপনার ওয়েবসাইট এর ইনফরমেশন নিরাপদভাবে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট এ আদান প্রদান করা যায়।  তথ্য আদান প্রদান খুব স্পশকাতর বিষয় তাই SSL এর গুরুত্বটা অনেক বেশি সিকিউরিটির ক্ষেত্রে। যেমন আপনি ক্রেডিট কার্ড ডাটা বা কোনো কন্টাক্ট ফর্ম ফিলআপ করলেন ঐ তথ্য গুলার নিরাপত্তার জন্যেও SSL প্রয়োজন।

অন্যদিকে, SSL HTTPS প্রোটোকল ব্যবহার করায় আপনার ওয়েবসাইট রাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী এগিয়ে থাকছে অনেক গুন্। এটি একটি গুরুত্বপূর্ণ রাঙ্কিং ফ্যাক্টর গুলোর মধ্যে একটি।

বেশ কিছুদিন আগে কিভাবে SSL Certificates ইন্সটল করতে হয়, সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব কিভাবে রিনিউ করতে হয়। পাশাপাশি ইমেইল নোটিফিকেশন এনাবল করার পদ্ধতিটাও বলা হয়েছে।

ফ্রি SSL সার্টিফিকেট কি করে রিনিউ করবেন তার স্টেপ গুলো নিচে দিয়ে দিলাম;

স্টেপ-১: সিপ্যানেল লগইন করুন। SSL/TLS এ ক্লিক করুন।

স্টেপ -২: SSL/TLS ম্যানেজার পেজ এ ম্যানেজ SSL সাইট এ ক্লিক করুন।

স্টেপ-৩: “ম্যানেজ ইনস্টল SSL ওয়েবসাইট” থেকে ম্যানেজ SSL হোস্ট পেজে গিয়ে এ আপডেট সার্টিফিকেটে ক্লিক করুন।

সাউন্ড কিছুটা লো হইসে। হেডফোন দিয়ে শোনার অনুরোধ করছি।

ধন্যবাদ।

About The Author

Scroll to Top
Share via
Copy link
Powered by Social Snap